انجمن راهنمایان محلی

Md. Quamruzzaman Chowdhury

1 نظر در 1 مکان
Grand Masjid Library
2024 Mar 22
মাসজিদুল হারাম গ্রন্থাগার/Grand Masjid Library: মসজিদুল হারাম লাইব্রেরিটি বিশ্বের অন্যতম প্রাচীন গ্রন্থাগার হিসেবে বিবেচিত। ১৬০ হিজরিতে আব্বাসীয় খলিফা মুহাম্মদ আল-মাহদি গ্রন্থাগারটি প্রতিষ্ঠা করেন। বাদশাহ ফাহাদ’ গেট দিয়ে ঢুকলে চতুর্থ তলায় পাওয়া যাবে মাসজিদুল হারাম গ্রন্থাগার। সাড়ে তিনতলায় উঠতেই দুজন নিরাপত্তাকর্মী জানালেন, খাতায় নাম লিখে ভেতরে ঢুকতে হবে। ভেতরে ঢুকতেই মনটা প্রশান্তিতে ভরে গেল। প্রতিদিন সকাল ৭টা ৩০ থেকে রাত ১২টা পর্যন্ত লাইব্রেরি খোলা থাকে। প্রতি ওয়াক্তের ফরজ নামাজের জামাতের কিছু আগে বের হয়ে মসজিদে যেতে হয়। বৃহস্পতি আর শনিবার বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত শুধু মহিলাদের জন্য।